দেশে কোনো লোক খুন বা গুম হোক চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৮, ২০২২, ০৮:২৪ পিএম

দেশে কোনো লোক খুন বা গুম হোক চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে কোনো লোক খুন বা গুম হোক এটা সরকার চায় না। এসব ঘটনার জন্য সরকার দায়ী নয়।

শনিবার (৮ অক্টোবর) সিলেট সদর উপজেলার সাহেবেরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষা খাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের আমলে। স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসাগুলোতে নতুন নতুন বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথার কারণে হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি। বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে পশ্চিমাদের কোনো পরামর্শের প্রয়োজন নেই। এছাড়াও দেশের খাদ্য ঘাটতি সরকার সামাল দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ অনুষ্ঠানের পর মন্ত্রী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। সিলেটে আরও তিনটি স্টেডিয়াম তৈরির জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

পরে বিকালে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট ইন্ড্রাস্টিয়াল পুলিশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী।

Link copied!