নতুন প্রধান বিচারপতির শপথ বিকেলে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২১, ১০:৪২ এএম

নতুন প্রধান বিচারপতির শপথ বিকেলে

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাসান ফয়েজ সিদ্দিকী। বৃস্পতিবার (৩০ ডিসেম্বর) তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হাসান ফয়েজ সিদ্দিকী প্রধান বিচারপতির শপথ নিবেন আজ (শুক্রবার, ৩১ ডিসেম্বর) বিকেলে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। এরপরই সন্ধ্যায় আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি তাকে শপথ পড়াবেন। শপথের পর এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, প্রধান বিচারপতি হিসেবে হাসান ফয়েজ সিদ্দিকী নিয়োগ পাওয়ার পর জ্যেষ্ঠ বিচারপতি মুহাম্মদ ইমান আলী ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটিতে গেছেন। আগামী মার্চ পর্যন্ত তার ছুটির আবেদন মঞ্জুর করেছেন বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

Link copied!