নরসিংদীতে টেঁটা নিয়ে দুই গ্রামের যুবকদের সংঘর্ষ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২২, ১০:৩৬ পিএম

নরসিংদীতে টেঁটা নিয়ে দুই গ্রামের যুবকদের সংঘর্ষ

নরসিংদীর রায়পুরা উপজেলার পর্যটন এলাকা সাহারখোলা মেঘনা পাড়ে স্থানীয় দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ থেকে ৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় টেঁটা ও লাঠিসোটার ব্যবহার হয়। মঙ্গলবার ঈদুল ফিতরের দিন বিকেলে এ ঘটনা ঘটে। 

রায়পুরা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন গিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে আগত দর্শনার্থীদের স্থানটি থেকে চলে যাওয়ার নিদের্শ দেন। পরে সন্ধ্যায় রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানান গেছে, ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার দুপুর থেকে সাহারখোলা মেঘনার পাড়ে দর্শনার্ধীরা ভিড় জমান। বিকেলে শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহ্চর ও রায়পুরা ইউনিয়নের সাহারখোলা গ্রামের যুবকদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে ওই দুই গ্রামবাসী দুই শতাধিক লোক জড়ো করেন। তারা টেঁটা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই পক্ষেই আহত হয়। 

 

Link copied!