চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে নাটোরের লালপুর উপজেলার চানপুর গ্রামে। রবিবার সন্ধ্যায় গ্রামের রাস্তার পাশের একটি আখখেত থেকে ওই চালকের লাশ উদ্ধার করে লালপুর থানার পুলিশ।
নিহত ইজিবাইক চালকের নাম খোরশেদ আলম ওরফে মিলন (৩২)। তিনি জেলার বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙা গ্রামের ফকরুল ইসলামের ছেলে। লালপুর থানা সূত্রে জানা যায়, খোরশেদ গত শনিবার রাত ১১টার দিকে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। ওই রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরের দিন স্বজনেরা থানা, হাসপাতালসহ আশপাশের এলাকায় খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর পথচারীরা চানপুর গ্রামের রাস্তার ওপর এক জোড়া জুতা পড়ে থাকতে দেখেন। পরে রাস্তার পাশের একটি আখখেতে খোরশেদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন।
সোমবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর সদর হাসপাতালে পাঠায়। নিহত ব্যক্তির স্বজনদের দাবি, খোরশেদ আলমের মৃতদেহ পাওয়া গেলেও তাঁর ইজিবাইকটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, খোরশেদ আলমকে হত্যা করে তাঁর ইজিবাইকটি ছিনতাই করা হয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোনোয়ারুজ্জামান বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষজ্ঞ দল প্রাথমিক সুরতহাল ও নমুনা সংগ্রহ করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে, কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে লালপুর থানায় মামলা হয়েছে।