নেত্রকোনায় সভা চলাকালে ফ্লোর ধসে আহত ৮

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২১, ০৬:১২ পিএম

নেত্রকোনায় সভা চলাকালে ফ্লোর ধসে আহত ৮

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা শাখা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোর প্রায় ৫ ফিট দেবে যাওয়ায় অন্তত ৮ জন আহত হয়েছেন। 

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে আহতদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয় বলে জানা গেছে। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্র জানায়,  প্রায় পাঁচ বছর আগে বালু ভরাটের পর আধাপাকা ভবন নির্মাণ করে কার্যালয়টি তৈরি করা হয়েছিল। গত ১৭ ফেব্রুয়ারি খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বারের মৃত্যুতে  চেয়ারম্যান পদে প্রার্থী বাচাইয়ের জন্য রবিবার (৫ সেপ্টেম্বর) বর্ধিত সভা চলছিল। কার্যালয়ের ফ্লোর ধসে অন্তত ৮ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পদক গোলাম আবু ইসহাক ও লোকমান হেকিম, সাংগঠিনক সম্পাদক সুমন চক্রবর্তী, নূরুল হুদা জুয়েল, গাজিপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দ্র দেব রায়। তাদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা শাখা আওয়ামী লীগের মিটিং চলাকালে কার্যালয়ের ফ্লোরটি প্রায় ৫ ফুট গভীরে দেবে যায়। এসময় ফ্লোরে থাকা উপজেলা আওয়ামী লীগের ভঅরপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ ৮জন আহত হন। তবে তারা সবাই এখন সুস্থ রয়েছেন।

Link copied!