পঁচাত্তরের পুনরাবৃত্তির চিন্তা মাথায় আনলে মাথা ভেঙ্গে দেয়া হবে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৫, ২০২২, ০৭:৪৯ পিএম

পঁচাত্তরের পুনরাবৃত্তির চিন্তা মাথায় আনলে মাথা ভেঙ্গে দেয়া হবে

বাংলাদেশে আর কোন ৭৫-এর পুনরাবৃত্তিতো দুরের কথা ওই  চিন্তা মাথায় আনলে মাথা ভেঙ্গে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

রবিবার, সকাল ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন,“বিএনপি এতদিন শান্তিপূর্ণ কর্মসূচি করেছে আমাদের কোন আপত্তি ছিল না। কিন্তু শেখ হাসিনাকে হত্যার হুমকি দিবেন, আর আমরা কি বসে থাকব? শেখ হাসিনাকে হত্যার হুমকি দিবেন আমাদের সামনে, শেখ ফজলুল হক মণি’র যুবলীগ এখনো বেঁচে আছে। আমরা রাজপথ থেকে জন্মেছি, রাজপথেই আছি, রাজপথেই মরতে জানি। সুতরাং, আন্দোলনের নামে আগুন-সন্ত্রাস করলে জবাব রাজপথেই দেওয়া হবে জানিয়ে দিলাম। আমরা সব সময় প্রস্তুত আছি আপনাদের মত অপশক্তিকে সায়েস্তা করার জন্য।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন-যুবলীগের সাধারণ সম্পাদক মো.মাইনুল হোসেন খান নিখিল।

বিএনপিকে উদ্দেশ্য করে শেখ পরশ বলেন, “আপনাদের উচিত ছিল জিয়াউর রহমানের খুনের বিচার চাওয়া, তা না চেয়ে আপনারা বঙ্গবন্ধু ও তার পরিবারের নারী ও শিশু হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি চাচ্ছেন। এ কেমন মানসিকতা? এ কেমন চরিত্র আপনাদের? ”

খালেদা জিয়া বা তারেক জিয়া কোনদিন জিয়াউর রহমানের হত্যার বিচার চায় নাই উল্লেখ করে যুবলীগ চেয়ারম্যান বলেন, “ জিয়াউর রহমানের লাশ এবং সমাধি নিয়েও যথেষ্ট বিতর্ক আছে। এই সকল সন্দেহ একদিন পরিষ্কার হবে। তখন এদেশের মানুষ বুঝবে যে বিএনপি কিভাবে এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। তখন তাদের গাঁট-বস্তা নিয়ে পালান ছাড়া উপায় থাকবে না।”

শেখ পরশ বলেন, “ আসলে সেই দিন বেশি দুরে নাই। এটা ডিজিটাল বাংলাদেশের যুগ। সব কিছুই বেড়িয়ে আসবে সময়ের ব্যাপার মাত্র। আমরা আপনাদের ধরি না বলে, আমরা সুযোগ দিচ্ছি তাই আপনারা মাঠে রাজনীতি করতে পারছেন। অন্যথায় কবে আপনাদের বোল্ড আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারি।”

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মন্তব্য করে যুবলীগ চেয়ারম্যান বলেন, “ তারা লাশ চায়, লাশের রাজনীতি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু যতই ষড়যন্ত্র করুক কোন লাভ হবে না, নির্বাচনকে প্রতিহত করার ক্ষমতা তাদের নাই।”

পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, শেখ হাসিনা সে ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়ে আগামী ২৫ তারিখ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন উল্লেখ করে শেখ পরশ বলেন, “আসলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হওয়ার পর খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাথা খারাপ হয়ে গেছে। পদ্মা সেতু হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে বিভিন্ন হাসি-তামাসা হচ্ছে। অপরদিকে পদ্মা সেতু নির্মাণে মানুষের উচ্ছ্বাস ব্যাপকভাবে পরিলক্ষিত। এসব মিলিয়ে বিএনপির আর সহ্য হচ্ছে না।”

যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে  যুবলীগ  চেয়ারম্যান বলেন, “আপনারা সঙ্ঘবদ্ধ থাকবেন। ওদের দিন শেষ। খুব শীঘ্রই ওদের ধোকাবাজির মুখোস উন্মোচিত হবে এবং ওরা জনগণের রোষানল থেকে বাঁচবার জন্য পালাবার চেষ্টা করবে। ওরা যেন কোনভাবে পালাতে না পারে। ওদের এক শীর্ষ নেতাতো এমনিতেই সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বাকিরা যেন পালাতে না পারে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম উপস্থিত ছিলেন।

Link copied!