পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৩২

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২২, ১১:৩৩ এএম

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৩২

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২ জনে।

সোমবার সকালে করতোয়ায় দুটি, দিনাজপুরের খানসামার আত্রাই নদীতে একটি এবং আরও দুটি মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে মরদেহ উদ্ধার করা হয়।

পঞ্চগড়ের বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, গতকাল পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আজ সকলে আরো সাতজনের মরদেহ পাওয়া যায়। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।

এর আগে রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ওই দিনই ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

Link copied!