পঞ্চম জাতিসংঘ সম্মেলন শেষে দেশে প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২৩, ০৫:৫৮ পিএম

পঞ্চম জাতিসংঘ সম্মেলন শেষে দেশে প্রধানমন্ত্রী

স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গত শনিবার (৪ মার্চ) কাতারের রাজধানী দোহায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন তিনি।

সংবাদসংস্থা বাসসের এক প্রতিবেদনে জানা যায়, বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে সফরসঙ্গীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) স্বল্পোন্নত দেশগুলোর এ সম্মেলনে ‘আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক একীভূতকরণে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি’ শীর্ষক গোলটেবিলে বক্তব্য দেন বাংলাদেশ সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্বল্পোন্নত দেশের নেতাদের বাণিজ্য অবকাঠামো ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পাশাপাশি অগ্রাধিকারমূলক বাজারে প্রবেশাধিকারকে কাজে লাগাতে আহ্বান জানান।

এর আগে গত সোমবার দোহায় ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ব্যবসায়িক সম্মেলনে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে ফোরাম গঠনের আহ্বান জানান তিনি।

কাতার সফরে দেশটির আামির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের অংশগ্রহণে আঞ্চলিক দূত সম্মেলনেও তিনি অংশ নেন।

পাশাপাশি দোহায় বাংলাদেশ এমএইচ স্কুলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

কাতারে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ছিলেন।

Link copied!