পতনের শঙ্কায় সরকার অস্থির ও বেপরোয়া হয়ে উঠেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

জুন ২৪, ২০২৩, ০৩:৪৭ পিএম

পতনের শঙ্কায় সরকার অস্থির ও বেপরোয়া হয়ে উঠেছে: রিজভী

সংগৃহীত ছবি

সরকারের পতনের দিন গণনা শুরু হওয়ায় ভোটারবিহীন ব্যর্থ সরকার অস্থির ও বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেনর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “একটি কর্তৃত্ববাদী সরকারের অন্তিম সময়ে বিষাদের সুর এখন বাজছে। সরকারের পতনের দিন গণনা শুরু হয়েছে। দেশের মুক্তিকামী জনতা মাফিয়াদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। এ কারণে ভোটারবিহীন ব্যর্থ সরকার অস্থির ও বেপরোয়া হয়ে উঠেছে।”

২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময়ের মতো একই কায়দায় বিএনপির নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, গ্রেপ্তার ও গায়েবি মামলা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র যুগ্মমহাসচিব আরও বলেন, “পাইকারি হারে সারাদেশে গণগ্রেপ্তার, মিথ্যা মামলা, বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের ঘুম কেড়ে নেওয়া হয়েছে। তারা কেউ বাড়িতে অবস্থান করতে পারছেন না “

বিএনপির নেতাকর্মীদের নামে মামলা গ্রেফতারের পরিসংখ্যান তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, “ গত ১৯ মে থেকে ২৪ জুন পর্যন্ত বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে মোট ২১০টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৮৩০ জনের বেশি নেতাকর্মীকে। মামলায় ৯ হাজার তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।”

এসময় তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে সুইজারল্যান্ড সফরের পরপরই দেশি-বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে খবর বেরিয়েছে- সুইস ব্যাংকগুলোতে রাখা বাংলাদেশিদের সাড়ে ১০ হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এটা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। এই টাকাগুলো এক বছরে কারা সরিয়েছে? এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে মানুষের মনে।”

Link copied!