পরীমনির অশোভন আচরণ ছেলে মেয়েদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে: সোহেল তাজ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২১, ১০:১৩ পিএম

পরীমনির অশোভন আচরণ ছেলে মেয়েদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে: সোহেল তাজ

আলোচিত চিত্রনায়িকা পরীমনির হাতে মেহেদী দিয়ে আঁকা একটি লেখা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তাজ তার ভেরিফয়েড ফেসবুক পেইজের পোস্টে একটি অনলাইন সংবাদের স্ক্রিনশট দিয়ে লিখেছেন, ‘একজন সেলেব্রিটির কাছ থেকে এরকম অশোভন আচরণ কাম্য নয়- আমাদের ছেলে মেয়েদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে......’।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র তার স্ট্যাটাসে লিখেছেন, ‘গেলো বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আদালতে হাজিরা দিতে যান চিত্রনায়িকা পরীমনি। এসময় তার ডান হাতের তালুতে মেহেদি দিয়ে নতুন একটি লেখা নজরে আসে। লেখাটি ছিলো- '...ক মি মোর'। আগেরবারের মতোই এবারের লেখাটি নিয়েও শুরু হয় তুমুল সমালোচনা।

এই সেই ছবি যার স্ক্রিনশট দিয়েছিলেন সোহেল তাজ। ছবি: ফেসবুক 

এর আগে জামিনে কারামুক্ত হওয়ার সময় ‘’ডোন্ট লাভ মি বিচ’’ লিখে আলোচিত হন পরী।

চিত্রনায়িকা পরীমনির এমন আচরণে নেতিবাচক আশঙ্কা ব্যক্ত করে সোহেল তাজ লিখেন, ‘বর্তমান সময়ে ডিজিটাল ডিভাইসের সঙ্গে জড়িয়েই বড় হচ্ছে শিশু-কিশোররা। তারা ডিজিটাল মাধ্যম ব্যবহারে পটু, ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের দৃষ্টি বিদ্যমান। এমন একটি স্পর্শকাতর সময়েই হাতের তালুতে মেহেদি দিয়ে আঁকা ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করে ভয়াবহ অশ্লীলতার ইঙ্গিত দিয়েছেন পরীমণি। যা নিয়ে নানান মহলে সমালোচনার ঝড় উঠেছে।

সোহেল তাজ আরো লিখেন, পরীমনি যা করেছেন তা কোনভাবেই আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। তিনি আরো বলেন, পরীমনির এমন আচরণে শিশু কিশোররা পরিণত হওয়ার আগেই যৌন আচরণ করতে পারে। একজন পাবলিক ফিগারের কাছ থেকে এমন আচরণ কোনভাবেই গ্রহনেযোগ্য নয়।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, একজন আইনজীবীর উদ্ধৃতি দিয়ে বলেন, পরীমনি পর্নগ্রাফি আইনে অপরাধ করছেন।

Link copied!