রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত চললো স্বপ্নের মেট্রোরেল। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০ টায় ৬টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত ৪ টি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো মেট্রোরেল চলাচল শুরু করল। চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি।
ঢাকায় মেট্রোরেলের চলাচল দেখে নগরবাসী আশাবাদী হয়ে উঠেছেন। তবে মেট্রোরেলের উড়ালপথ কংক্রিটের দেওয়ালঘেরা হওয়ায় পথচারীরা দেখতে না পেলেও এই পথের পাশের যেসব বাসিন্দা উঁচু ভবনে বসবাস করেন তারা দেখতে পেয়েছেন। অনেকে এই মাইলফলককে ধরে রাখতে ভিডিও করে রেখেছেন।
এই চলাছলে উচ্ছ্বাস প্রকাশ করে অনেকেই বলেছেন, তারা দীর্ঘদিন ধরে মেট্রোরেল চলাচলের অপেক্ষায় ছিলেন।
ডিএমটিসিএল সূত্র জানায়, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে সে স্টেশন পর্যন্ত ট্রেনটি আগামী রবিবার (২৯ আগস্ট) আবার চালানো হবে। কর্তৃপক্ষ আরো জানায়, এখন পরীক্ষামূলক চললেও যাত্রী নেওয়া হবে না। ২০২২ সালের ডিসেম্বরের পর উত্তরা-আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে।