পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২২, ১১:১৬ এএম

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবন

বন্যপ্রাণী প্রজনন মৌসুম হওয়ায় তিন মাস বন্ধ ছিল বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ। দীর্ঘদিন বন্ধ থাকার পরে আজ বৃহস্পতিবার সকালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো বনের পর্যটন এলাকাগুলো।

ভোর থেকেই জেলেরা সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে নেমেছেন। সেইসঙ্গে সকাল থেকে ট্যুর অপারেটররাও লঞ্চ, জালিবোট ও ট্রলারসহ বিভিন্ন নৌযানে পর্যটক নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন। তবে পদ্মা সেতু চালু হওয়ায় এ মৌসুমে সুন্দরবনে পর্যটকদের আগমন আগের তুলনা অনেক বাড়বে বলে জানিয়েছে বন বিভাগ।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সুন্দরবনের করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, হিরণ পয়েন্ট, দুবলা, নীলকমলসহ সমুদ্রতীরবর্তী এবং বনাঞ্চলের বিভিন্ন স্থান নৌযানে চড়ে যেতে পারবেন দেশি-বিদেশি পর্যটকরা।

একই সঙ্গে সুন্দরবনের বনজসম্পদ আহরণের জন্য পাস নিয়ে বনে প্রবেশ করতে পারবেন বনজীবীরাও।

Link copied!