পুরান ঢাকায় গ্যাস লাইনে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২৩, ১০:০৯ এএম

পুরান ঢাকায় গ্যাস লাইনে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা বাজার এলাকায় গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। 

সোমবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে সূত্রাপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- মুদি দোকানদার আ. রহিম (৫০), তার মেয়ে মীম আক্তার (২১) ও নাতি আলিফ (২)। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা জানান, তারা ধূপখোলা মাছবাজারের একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকান। ওই দোকানে বসাছিলেন আ. রহিম; পাশেই ছিলেন মেয়ে ও নাতি। দোকানটির সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত কাজ চলছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়; মুহূর্তেই আগুন ধরে যায় তাদের শরীরে। 

দগ্ধ রহিমের ছেলে মো. আল-আমিন জানান, কয়েক দিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। তবে সেখানে কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা করা হয়নি। ঝুঁকি নিয়ে কাজ চলছিল। সকালে সেখান থেকেই বিস্ফোরণ হয়। 

বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক জানান, তিনজনের মধ্যে রহিমের অবস্থা গুরুতর।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, গেন্ডারিয়ার ঘটনায় দগ্ধ হয়ে প্রথমে তিনজন পরে আরও দুইজন আসেন চিকিৎসা নিতে। এই ঘটনায় মোট পাঁচজন দগ্ধ হয়েছে।

Link copied!