প্রকাশ্যে নৌকায় সিল দেওয়ার নির্দেশ উপজেলা চেয়ারম্যানের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২২, ১০:৫৯ পিএম

প্রকাশ্যে নৌকায় সিল দেওয়ার নির্দেশ উপজেলা চেয়ারম্যানের

যশোরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারার নির্দেশ দিয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। আরবপুর ইউপি নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই নির্দেশ দেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে আনোয়ার হোসেনের দেওয়া বক্তব্যের ভিডিওর একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় সমালোচনাও চলছে।

আনোয়ার হোসেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, “জামায়াত-বিএনপির কোনো ভোটার ভোটের মাঠে উঠবে না। নৌকা মার্কার যারা ভোটার, শুধু তারাই ভোটের মাঠে উঠবে। আর যারা মেম্বার (ইউপি সদস্য) প্রার্থী হয়েছেন, তাদের অনুরোধ করব, মেম্বার নির্বাচিত হবেন দয়া করে নৌকার ভোটে, জামায়াত-বিএনপির ভোটে মেম্বার নির্বাচিত হওয়ার কোনো প্রয়োজন নাই।

এরপর আনোয়ার হোসেন বলেন, “সেন্টার (ভোটকেন্দ্র) আপনারা দখল করবেন। কারা বিএনপি করে, কারা জামায়াত করে, এটা আপনারা কিন্তু প্রতিটা পাড়া-মহল্লায় চেনেন। জাতীয়ভাবে তারা (বিএনপি-জামায়াত) এই স্থানীয় সরকার নির্বাচন বয়কট করেছে। সুতরাং ভোটের মাঠে আসার অধিকার তাদের নাই। তারা যদি ভোটের মাঠে আসতে চায়, ফেরত দিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন।

আনোয়ার হোসেন আরও বলেন, “আরেকটি কথা হচ্ছে, নৌকার ভোট সবাই ওপেন (প্রকাশ্যে) মারবে, নৌকার ভোট টেবিলে মারবে। মেম্বার ভোট বুথে যেয়ে মারবে। যার যার পছন্দের মেম্বার বুথে যেয়ে মারুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। বাট (কিন্তু) নৌকার ভোট সবাইকে ওপেন মারতে হবে।

Link copied!