প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভে পুলিশের বাধা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২১, ০১:৫৬ পিএম

প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভে পুলিশের বাধা

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। 

বেলা ১২টার দিকে টিএসসি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্য, শহীদ মিনার, দোয়েল চত্বর ও হাইকোর্টের মোড় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোলে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হন আন্দোলনকারীরা। সেসময় শাহবাগ থানাকে ‘পুলিশ লীগের আস্তানা’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভে অংশ নেয়া ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। 

ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফাসহ বাম ছাত্র  সংগঠনগুলোর শীর্ষ নেতাদের নেতৃত্বে মিছিলে নানা স্লোগান স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। তাঁরা লেখক মুশতাকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানান। একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন আখ্যায়িত করে এ আইন বাতিলের দাবি জানান।

সরকারবিরোধী লেখালেখির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছর ৬ মে লেখক মুশতাক আহমেদকে গেফতার করে র‌্যাব। বন্দী অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়। এরপর থেকেই লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে বিভিন্ন সংগঠন জোরালো প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

মুশতাকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গ্রেফতারকৃত আট নেতাকর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে নামেন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

Link copied!