প্রধানমন্ত্রী বক্তব্যের প্রতিক্রিয়ায় যা জানালেন মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২২, ২০২২, ০৮:১৩ পিএম

প্রধানমন্ত্রী বক্তব্যের প্রতিক্রিয়ায় যা জানালেন মির্জা ফখরুল

নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে,পদ্মা সেতু উদ্বোধন, বন্যা পরিস্থিতি, দ্রব্যমূল্যসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার বেলা ১১টার দিকে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচনে জয়লাভ করে যদি ক্ষমতায় যায় তাহলে তাদের সরকারপ্রধান কে হবেন?-এমনই প্রশ্ন তুলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি  শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, “একটি দল নির্বাচনে অংশ নিতে আর মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হলে দেখাতে হবে যে সেই দল নির্বাচনে জয়ী হলে কে হবে তাদের সরকার প্রধান। বিএনপি যে অংশ নেবে আগামী নির্বাচনে তারা কাকে দেখাবে?”

এছাড়া, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করে জানতে চান, "দলটির নেতৃত্ব কার হাতে এবং কে নেতা? ওরা ইলেকশন করবে কী নিয়ে, পূঁজি কী? বিএনপির কি একটাও যোগ্য নেতা নেই যাকে তারা চেয়ারম্যান করতে পারে"?

প্রধানমন্ত্রীর এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় বিকেলে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আবলেন, “বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। যিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন।  তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”

তিনি আরও বলেন, “বিএনপিতে নেতৃত্বের সংকট নেই।  বরং আওয়ামী লীগে নেতৃত্বের সংকট রয়েছে।  আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ নেই।  শেখ হাসিনা চলে গেলে কি যুদ্ধ হবে তা কেবল তারাই (আওয়ামী লীগ) বলতে পারবে।”

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে আর কোন নির্বাচন হবে না জানিয়ে বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা আরও বলেন, “তাকে (প্রধানমন্ত্রী) সরে যেতে হবে। পরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। তখনই না কেবল প্রশ্ন আসবে বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন।”

Link copied!