প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে ১৩ মার্চ সংবাদ সম্মেলন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২৩, ১২:২৩ এএম

প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে ১৩ মার্চ সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর নিয়ে আগামী সোমবার (১৩ মার্চ) বিকেল ৪টায় গণভবনে সফর পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ মার্চ) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। 

গত ৪ মার্চ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল-থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে জাতিসংঘের এলডিসি বিষয়ক ৫ম সম্মেলনে যোগ দিতে কাতার যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সফরে এলডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়ে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলেন তিনি।

এছাড়াও কাতার থেকে এলএনজি আমদানি, প্রবাসী শ্রমিকদের ইস্যু, দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে কাতারের আমিরের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এ সফরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি, কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেইখা মোজা বিনতে নাসেরের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

সফর শেষে ৮ মার্চ দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সফরের মূল বিষয়গুলো তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Link copied!