ডিসেম্বর ৩০, ২০২১, ০২:৫২ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর শেখানো বক্তব্য আইনমন্ত্রী দিচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এই অভিযোগ করেন।
রিজভী আহমেদ বলেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা না করে আইনের অপব্যাখ্যা দিয়ে আটকে রাখা হয়েছে। তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। আইনমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখানো বক্তব্য দিচ্ছেন।“
গণআন্দোলনে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়ে বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা অআরো বলেন, বর্তমান সরকার রাতেই ভোট পাচার করে নিয়ে গেছে। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণ করেছে। জনতার আন্দোলনে এই সরকারের রাজসিংহাসন উল্টে যাবে।“
ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্ব অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব।