প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০৭:৩১ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার

দীর্ঘ বিরতির পর দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার। তিন ধাপের পরীক্ষার মাধ্যমে চাকরি পাবেন ৪৫ হাজার শিক্ষক। এবারের পরীক্ষা প্রক্রিয়া ‘স্বয়ংক্রিয়ভাবে’ পরিচালনা করা হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, এ নিয়োগে অনিয়মের কোনো ‘সুযোগ এবার নেই’।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ পরীক্ষার আয়োজন নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রথম ধাপে শুক্রবার ২২ জেলায় ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন চাকরিপ্রত্যাশী এ নিয়োগ পরীক্ষায় অংশ নেবে। সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য সরকার ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে।

Link copied!