দুই মাস পর করোনায় মৃত্যু একশোর নিচে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৮, ২০২১, ১১:২১ পিএম

দুই মাস পর করোনায় মৃত্যু একশোর নিচে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার (২৮ আগস্ট) গত ২৪ ঘন্টায় ৮০ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট ২৫ হাজার ৯২৬ জন মারা গেলেন। এর আগে, শুক্রবার (২৭ আগস্ট) একদিনে ১১৭ জন মারা যায়।

শনিবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুই মাসের বেশি সময় ধরে দেশে  প্রতিদিন একশোর বেশি লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দৈনিক মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ছিল জুলাই মাসে। ওই মাসের কোনো কোনো দিন দুইশো বা আড়াইশো বা তারচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। করোনার দৈনিক মৃত্যু সংখ্যা বৃদ্ধির এই প্রবণতা আগস্ট মাসের প্রথম সপ্তাহেও লক্ষ্য করা গেছে।

করোনায় গত ৫ আগস্ট একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।  এছাড়াও ৯ আগস্ট ২৪৫, ১০ আগস্ট ২৬৪, ১১ আগস্ট ২৩৭, ১২ আগস্ট ২১৫ এবং ১৩ আগস্ট ১৯৭, ১৪ আগস্ট ১৭৮, ১৫ আগস্ট ১৮৭, ১৬ আগস্ট ১৭৪, ১৭ আগস্ট ১৯৮, ১৮ আগস্ট ১৭২, ১৯ আগস্ট ১৫৯, ২০ আগস্ট ১৪৫, ২১ আগস্ট ১২০ জন, ২২ আগস্ট ১৩৯ জন এবং ২৩ আগস্ট ১১৭, ২৫ আগস্ট ১১৪, ২৬ আগস্ট ১০২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৮ আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৬ জন। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন। ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা  হার ১৩ দশমিক ৬৭। গতকাল (২৭ আগস্ট) দেশে ২৪ ঘন্টায় ৩ হাজার ৫২৫ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন।

এদিকে,স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায় শনিবার (২৮ আগস্ট)গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। এনিয়ে দেশে মোট ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন সুস্থ হয়েছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছরের ১১ মে মৃত্যুর সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে যায়। গত ১৯ এপিল দেশে দেশে প্রথমবারের  মতো একদিনে একশো ছাড়ায় করোনায় মৃত্যু। ওইদিন মারা যায় ১১২ জন। পরবর্তীতে করোনায় মৃত্যু সংখ্যা  ধীরে ধীরে কমে আসতে থাকে। তবে গত ২৫ জুন ফের দৈনিক মৃত্যু একশোর উপরে চলে যায়। করোনায় আক্রান্ত হয়ে ওইদিন গত ২৪ ঘন্টায় ১১২ জন মারা যায়।

 

Link copied!