প্রয়োজনে পাঁচ দেশ থেকে খাদ্য আনবে সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২২, ১০:১৭ পিএম

প্রয়োজনে পাঁচ দেশ থেকে খাদ্য আনবে সরকার

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চতে প্রয়োজনে ভারত, মিয়ানমারসহ পাঁচ দেশ থেকে অতিরিক্ত খাদ্য আমদানি করবে সরকার।

রোববার মন্ত্রিসভা সভাশেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, রাশিয়া, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে খাদ্য আমদানি করতে ইতোমধ্যে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Link copied!