পয়লা বৈশাখের ফেস্টুন খুলে ফেলেছে যশোর জেলা সংসদের কর্মীরা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ১২:০৬ পিএম

পয়লা বৈশাখের ফেস্টুন খুলে ফেলেছে যশোর জেলা সংসদের কর্মীরা

যশোর শহরের ঈদগাহ মোড়ে উদীচীর বাংলা বর্ষবরণ উদ্‌যাপনের ফেস্টুন খুলে ফেলেছে পৌর কর্তৃপক্ষ। শনিবার (৯ এপ্রিল) পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সেখানে লাগানো পাঁচটি ফেস্টুন খুলে নিয়ে যান। এ ঘটনার নিন্দা জানিয়েছেন যশোরের সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

উদীচী ও নানা সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষবরণ উপলক্ষে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠান করার জন্য মাসব্যাপী প্রস্তুতি নিতে থাকে। এসব অনুষ্ঠানের সূচি জানিয়ে মোড়ে মোড়ে টানানো হয় নানা ব্যানার–ফেস্টুন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের কর্মীরা গত বৃহস্পতিবার শহরের ঈদগাহ মোড়ে ফেস্টুন টানান। গতকাল সেগুলো খুলে ফেলে পৌর কর্তৃপক্ষ। ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে এ ফেস্টুনগুলো টানানো হয়েছিলো। 

Link copied!