ফটোগ্রাফার বাবার হত্যার বিচার চাইলো ৭ বছরের সন্তান

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৪, ২০২২, ০৩:৩২ এএম

ফটোগ্রাফার বাবার হত্যার বিচার চাইলো ৭ বছরের সন্তান

ফটোগ্রাফার কৃষ্ণ সরকার (৪০) কে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় সাভার এলাকার বাসিন্দা ও নিহতের পরিবার। এসময় পরিবারের সাথে মানববন্ধনে খুনিদের বিচারের দাবিতে দাঁড়ায় কৃষ্ণ সরকারের একমাত্র সন্তান সাত বছরের নীল সরকার।

শুক্রবার বিকালে সাভার পৌরসভার আড়াপাড়ায় বটতলা এলাকায় সাভারের সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষ্ণ সরকারের স্ত্রী জয়া সরকার বলেন, যারা আমার স্বামীকে মেরেছে তাদের দ্রুত বিচার চাই। তাদের সবার ফাঁসি চাই। আমার ছেলেটা এতিম হয়ে গেল। তার বাবা নাই। তাকে তো আর ফিরে পাব না। তবুও দোষীদের যেন ফাঁসি দেওয়া হয়। কর্মসূচির পুরো সময় নিশ্চুপ ছিল নীল। নীল সরকার প্রথম শ্রেণির ছাত্র।

গত সোমবার (৩০ মে) রাত ১০টার দিকে সাভার পৌরসভা এলাকার আরাপাড়া জমিদারবাড়ীর পুকুর পাড়ে কৃষ্ণ সরকারকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই গোবিন্দ সরকার বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেন।

Link copied!