ফের বাড়লো বান্দরবানে ৩ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৮, ২০২২, ০৬:৪৪ পিএম

ফের বাড়লো বান্দরবানে ৩ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময় আবারও বাড়ানো হয়েছে। ১২ নভেম্বর পর্যন্ত চলবে নিষেধাজ্ঞা। তবে আলীকদমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকা‌লে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত জনস্বার্থে প্রকা‌শিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি জানা গেছে।

প্রশাসন সূত্রে জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি, থানচি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এসব উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর আগে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ৮ নভেম্বর পর্যন্ত করা হয়। আজ পুনরায় এ নিষেধাজ্ঞা বাড়িয়ে ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

Link copied!