বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মাস্তুল ফাউন্ডেশন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২৩, ১০:৩২ এএম

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মাস্তুল ফাউন্ডেশন

বঙ্গবাজার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের সার্বিক সহায়তা প্রদান করছে মাস্তুল ফাউন্ডেশন। পানি, ইফতার ও সেহরি সরবরাহের পাশাপাশি আর্থিক সহায়তার উদ্যোগও নিয়েছে সংগঠনটি।

মাস্তুল ফাউন্ডেশনের ‘যাকাত স্বাবলম্বী প্রকল্প’-এর আওতায় অল্প পুঁজির ব্যবসায়ীদের নতুন করে স্বাবলম্বী হতে সহায়তা করা হবে। এছাড়াও নিম্ন আয়ের কর্মচারীদের ঈদ উপলক্ষে আর্থিকভাবে সহায়তা করবে বলে জানিয়েছে মাস্তুল ফাউন্ডেশন। 

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রতি রমজানে নিয়মিত ইফতার এবং খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে মাস্তুল ফাউন্ডেশন। এ বছর রমজানেও ১ লক্ষ দুঃস্থ রোজাদারকে ইফতার এবং ২০ হাজার অসহায় পরিবারকে রমজানের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

প্রতিদিন পাঁচ শতাধিক মানুষ একসাথে ‘মাস্তুল মেহমান খানা’য় ইফতার করে। শহরের আনাচে কানাচে অসহায় দিনমজুর মানুষের কাছে ইফতার পৌঁছে দেয় মাস্তুলের স্বেচ্ছাসেবীরা। স্থানীয় সহযোগীদের মাধ্যমে ঢাকার বাইরেও প্রান্তিক অঞ্চলগুলোতে “সবার জন্য ইফতার” কার্যক্রম পরিচালনা করছে তারা।

Link copied!