রাজধানীর কর্তব্যরত অবস্থায় চেকপোস্টের বাথরুমের ভিতরে মো. আশরাফুজ্জামান রনি (২২) নামের এক পুলিশ কনস্টেবল নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছেন বলে জানা যায়।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে বনানী ১১ নম্বর রোডের পশ্চিম পাশে ৮৫ নম্বর চেকপোস্টে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুনতাহাউদ্দিন দ্য রিপোর্ট ডট লাইভের প্রতিবেদককে মুঠোফোনে জানান, বাথরুমে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকলে তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, আমাদের ধারণা তিনি নিজের অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি করে দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।