বাংলাদেশ থেকে আবার কর্মী নেবে মালয়েশিয়া। এ লক্ষ্যে শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে শুধু কৃষিখাতে শ্রমিক নেওয়ার কথা থাকলেও সবখাতেই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হবে বলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদে চূড়ান্ত অনুমোদনের পর খুব শিগগিরই দুই দেশের মধ্যে এমওইউ স্বাক্ষর হবে বলে জানান মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী।
মালয়েশিয়া সরকারের এ সিদ্ধান্তের ফলে বিপুল পরিমাণ বাংলাদেশি শ্রমিকের দেশটিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হলো। প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা শ্রমবাজারেও গতি ফিরে এলো।
দেশটির সরকারের নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হলে প্লান্টেশন, এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসিং, কন্সট্রাকশনসহ সকল খাতে বাংলাদেশি শ্রমিকের অন্তর্ভুক্তি ঘটবে।
করোনার বিস্তার ঠেকাতে বিদেশি শ্রমিকদের নেওয়ার ক্ষেত্রে বিধিবিধান (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপি) কী হবে, তা ঠিক করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে কাজ করবে মানবসম্পদ মন্ত্রণালয়। এর মধ্যে শ্রমিকদের মালয়েশিয়া পৌঁছানোর পর কোয়ারেন্টিনে থাকায় ছাড় না দেওয়ার মতো বিষয়গুলো থাকতে পারে।