বাংলাদেশ-ভারত অভিন্ন বৌদ্ধ ঐতিহ্যের ধারক: ধর্ম প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২১, ০৮:৪২ পিএম

বাংলাদেশ-ভারত অভিন্ন বৌদ্ধ ঐতিহ্যের ধারক: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, বাংলাদেশ ও ভারতের অসংখ্য জনপদ বৌদ্ধ ধর্ম, দর্শন, ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময় স্মৃতি বহন করছে। আজকের সেমিনার এই অঞ্চলের অনেক অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যকে গভীরভাবে জানার সুযোগ করে দিবে। আগামী প্রজন্মের সভ্যতার জ্ঞানকে সমৃদ্ধ করবে।

প্রতিমন্ত্রী শনিবার (০৪ ডিসেম্বর) সকালে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তন (অতীশ দীপংকর রোড, সবুজবাগ) ঢাকায় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত "Buddhism and Buddhist Heritage of Bangladesh and India -2021" শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, “এই সেমিনার সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের একটি প্রশংসনীয় উদাহরণ। এ সেমিনারের মাধ্যমে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় ও শক্তিশালী হবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “পাল বৌদ্ধ রাজারা এই উপমহাদেশে প্রায় চারশত বছর শাসন করেছিলেন। তারা বাংলাদেশ-ভারতের বিভিন্ন স্থানে তাদের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্ব জগতকে আলোকিত করেছিল যা আজো মানবজাতিকে প্রভাবিত করে চলছে।”

প্রতিমন্ত্রী বলেন, “কালের প্রবাহে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বৌদ্ধ সভ্যতা কৃষ্টি ও সংস্কৃতি উপমহাদেশে মাটির নিচে চাপা পরে গেছে। আজ মাটি খুঁড়লেই এই সব বৌদ্ধ ঐতিহ্য বেরিয়ে আসছে।”

Link copied!