বাংলাদেশে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে ভারতীয় কোম্পানি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৯, ২০২৩, ০৮:৩৪ পিএম

বাংলাদেশে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে ভারতীয় কোম্পানি

ভারতের এক্সিম ব্যাংকের অর্থায়নে দেশটির আমারা রাজা ইনফ্রা প্রাইভেট লিমিটেড (এআরআইপিএল) বাংলাদেশে ১০০ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে। প্রকল্পটি স্থাপনে তাদের ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি মার্কিন ডলার বা ১ হাজার ৪১০ কোটি টাকা।

মঙ্গলবার গ্রুপটি এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আমারা রাজা ইনফ্রা প্রাইভেট লিমিটেড হচ্ছে আমারা রাজা গ্রুপের একটি প্রতিষ্ঠান। এআরআইপিএল এই প্রকল্পে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল, নকশা প্রণয়ন, বিদ্যুৎ সরবরাহ, ইনস্টলেশন, কমিশনিং প্রভৃতি কাজ করবে।

আমারা রাজা গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ১৮ মাসের মধ্যে প্রকল্প স্থাপনের কাজ সম্পন্ন করবে। এতে অর্থায়ন করবে ভারতের এক্সিম ব্যাংক।

প্রকল্পটি চালু হওয়ার পর এআরআইপিএল দুই বছর সার্বিক পরিচালন কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ–সংক্রান্ত পরিষেবা দেবে।

Link copied!