ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়। ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার জি কে শামীম করোনাভাইরাসে আক্রান্ত হবার পরই এই পদক্ষেপ নেয়া হয়। তবে রুটিন ওয়ার্ক হিসেবে করোনা প্রতিরোধে সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কারা কর্তৃপক্ষ জানায়।
ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার বিতর্কিত ঠিকাদার কারাবন্দি এস এম গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি ওয়ার্ড ও হাসপাতালের অপর একটি ওয়ার্ড লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে জেলার মাহবুবুল ইসলাম জানান, কয়েকদিন আগে কারাগারে থাকা জি কে শামীম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থা ঠিক না হলে গত তিনদিন আগে বিএসএমএমইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়ার জেলসুপার সুভাষ কুমার ঘোষ জানান,আমাদের কারাগারে কেউ করোনা আক্রান্ত নেই,নতুন করে কেউ কারাগারে আসলে আমরা তাদের ১৪ দিনের কোয়ারেনন্টাইনের পরে সুস্থ্যতা নিশ্চিত করে কারাগারের ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়ে থাকি। এর বাইরে যারা শারীরিকভাবে অসুস্থ্য হয়ে যায় তাদের সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই চিকিৎসা সেবা দেয়া হয়। বন্দীর সাথে আমাদের স্টাফদেরকেও একই প্রক্রিয়াতে স্বাস্থ্যবিধির আওতায় রাখা হয়। এইটা আমাদের রুটিন ওয়ার্কের মতোই তিনি যুক্ত করেন।