মাঘের শীত যেন দেশজুড়ে আরও জেঁকে বসছে। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে উত্তরবঙ্গসহ দেশের ১১টি জেলার মানুষ কাবু হয়ে পড়েছে। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
তবে আবহাওয়া অধিদপ্তর সুখবর দিয়েছে। তারা বলছে, আজ মঙ্গলবার সারা দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে কিছু জায়গায় শৈত্যপ্রবাহের দাপট কমতে পারে।
এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিন এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় পূর্বাভাসে জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।