দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধী অশুভ শক্তিকে পরাজিত করতে আওয়ামী যুবলীগ নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ শাখা যুবলীগের ৩২, ৩৩, ৩৪, ৩৫ এবং ৩৬ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
অতীতে বিভিন্ন প্রতিকূলতা ও সঙ্কট মোকাবিলায় ঐতিহ্যবাহী সংগঠন যুবলীগের বিশাল অবদানের কথা তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “ যুবলীগের এই উত্থান ঈর্ষনীয়, যুবলীগ আজ পুরান ঢাকার অন্ধকার গলিতেও পৌঁছে গেছে।”
বিএনপিকে ‘বাংলাদেশ ভুয়া পার্টি, বাংলাদেশ নালিশ পার্টি’ আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, “যে আন্দোলনে জনগণ নেই সেইটা আন্দোলন না। মানবন্ধন থেকে পদ যাত্রা মানে পতন যাত্রা। কাদায় আটকে গেছে বিএনপির আন্দোলন। এর গাড়ি আর উঠবে না। তাদের এখন অবলম্বন ষড়যন্ত্র, নাশকতা।”
এ সময় তিনি আরও বলেন, “বিদেশিদের দরজায় ঘুরে ঘুরে নালিশ করাই বিএনপির কাজ। ইন্ডিয়ার কাছে নালিশ করে লাভ নেই। তাদের কেউ আসবে না ভোট দিতে। ভোট দিবে দেশের জনগণ, তারা না.! বিদেশিদের কথায় কেউ ভোট দিয়ে চেয়ারে বসাবে না।”
বাঙালির ইতিহাসের দার্শনিক মহানায়ক বঙ্গবন্ধু-উল্লেখ করে যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বঙ্গবন্ধুর দুইটি গুন আমাদের দিয়ে গেছেন সততা ও সাহস। এই নিয়েই এগিয়ে যেতে হবে। তৈরি হয়ে যান যুবলীগ ই পারবে অশুভ শক্তিকে পরাজিত করতে।”
এর আগে,আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
ঢাকা মহানগর দক্ষিণ শাখা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও সংগঠণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএমরেজাউল করিম রেজার সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি, ঢাকা মহানগর দক্ষিণ শাখা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার ইকবাল সান্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহানাজ পারভীন হীরা, উপ-কৃষি সম্পাদক নজরুল ইসলাম সরকার।