বিএনপি নেতা মির্জা ফখরুল-আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিএমপি ডিবি প্রধান

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২২, ০৯:০৬ পিএম

বিএনপি নেতা মির্জা ফখরুল-আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিএমপি ডিবি প্রধান

পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদের ওপর হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে মির্জা ফখরুল ও আব্বাসকে আটক করে ডিএমপির ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল পুলিশ।

ডিএমপি’র ডিবি প্রধান গণমাধ্যমকে বলেন, ‘নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ এ মামলায় তাদের আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।

হারুন অর রশীদ আরও বলেন, আমরা তাদের দুজনকে প্রথমে আটক বা গ্রেপ্তার করিনি। তাদের সেদিনের ঘটনার ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ কারণেই তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’ গোয়েন্দা পুলিশ মামলাগুলোর তদন্ত করছে বলেও জানান ডিএমপির গোয়েন্দা শাখার এই প্রধান কর্মকর্তা।

Link copied!