বিএনপির সঙ্গ ছাড়ল খেলাফত মজলিস

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২১, ১২:৫২ এএম

বিএনপির সঙ্গ ছাড়ল খেলাফত মজলিস

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগ করেছে খেলাফত মজলিস। শুক্রবার (০১ অক্টোবর) মাওলানা মোহাম্মদ ইসহাকের নেতৃত্বাধীন দলটির মজলিসে শুরার বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন রাষ্ট্রী ক্ষমতার বাইরে থাকা, সরকার বিরোধী আন্দোলনে তেমন কোন সাফল্য না দেখাতে পারায় ধীরে ধীরে ২০ দলীয় জোট ছাড়তে শুরু করেছে শরিক দলগুলো। তারাই ধারাবাহিকতায় কওমি মাদরাসাভিত্তিক রাজনৈতিক দল হিসেবে পরিচিত খেলাফত মজলিসও বিএনপির সঙ্গ ত্যাগ করল। 

এর আগেও ২০ দলীয় জোটের আরো চার শরিক জোট ছেড়েছে। প্রথম দল হিসেবে ২০১৬ সালের ৭ জুন জোট ছাড়ে মুফতি ফজলুল হক আমিনী প্রতিষ্ঠিত ইসলামী ঐক্যজোট। এরপর পর্যায়ক্রমে ২০১৮ সালের ২৬ অক্টোবর জোট ত্যাগ করে লেবার পার্টি, ২০১৯ সালের ৬ মে আন্দালিব রহমান পার্থর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। সবশেষ চলতি বছরের ১৪ জুলাই জোট ছেড়ে যায় জমিয়তে উলামায়ে ইসলাম।

এর আগে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রধান ও ২০ দলীয় জোটের অন্যতম শরীক সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বলেছিলেন, ‘প্রধান শরিক বিএনপি যদি জোটকে সক্রিয় করতে চায়, যদি অতীতের ভুলগুলো আত্মসমালোচনা করে পরিবেশ ভিন্ন করতে পারে, তাহলে আমরা একসঙ্গে পথ চলব। না হলে যদি প্রয়োজন পরে আমরা নিশ্চিতভাবে গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের আন্দোলনে আলাদা ভূমিকা রাখব’।

অবশ্য বিএনপি এখন তার ২০ দলীয় জোট নিয়ে আগাতে চাইছে না বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। এমনকি জোটের অন্যতম শরিক স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীকে ছেটে ফেলতে দলের ভেতরে দাবি জোরালো হয়েছে।

Link copied!