হত্যা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ওসি মাজহারুল ইসলাম জানান, হত্যা মামলায় নাদিম মোস্তফার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই জেলা ডিবি পুলিশ দুপুর ১২টার দিকে শহরের পাঠানপাড়া এলাকার বাড়ি থেকে নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরে মজির উদ্দীন নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এই মামলায় গত ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে তিনি ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ২০১৫ সালের একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এই মামলায় রাজশাহী জেলা গোায়েন্দ পুলিশ নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে।