বিকেল ৫টা পর্যন্ত চলবে মেট্রোরেল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৩, ০৮:০৪ এএম

বিকেল ৫টা পর্যন্ত চলবে মেট্রোরেল

আজ রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা বিরতিহীনভাবে চলাচল করবে মেট্রোরেল। উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত  দুই পাশেই মেট্রোরেল চলাচল করবে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রীদের চলাচলের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ প্রসঙ্গে এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসলি­দের সুবিধার্থে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেট্রোরেল পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মাধ্যমে আজ রবিবার শেষ হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ জানুয়ারি রবিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে। ইজতেমা শেষে যাত্রীদের চলাচলে যাতে সমস্যা না হয় সেজন্য বন্ধ থাকবে পাস বিক্রি।

Link copied!