বিছানায় দুই শিশুপুত্রের লাশ। তারই পাশেই গলায় রশি দেওয়া অবস্থায় ঝুলছিলেন মা। ঘটনার পর থেকে পরিবারের গৃহকর্তা শাহেদ আলী (৪২) পলাতক আছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে।
মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে বলে দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা সাংবাদিকদের জানিয়েছেন। নিহতরা হলেন, শাহেদের স্ত্রী মনিরা বেগম (৩৫) এবং এই দম্পতির দুই ছেলে মুশফিক (৮) ও মাশরাফি (২)।
শাহেদের বাবা ফজলুর রহমান একসময় দেউলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। শাহেদ তেমন কিছু করেন না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
মনিরার বড় ভাই আল আমিন সাংবাদিকদের জানান, শাহেদ নিজে মাদকাসক্ত। তাঁরা ধারনা করছেন, ঘরের ভেতর স্ত্রী ও সন্তানদের হত্যা করে শাহেদ সিঁধ কেটে বের হয়ে পালিয়ে গেছেন।
প্রতিবেশীদের বরাত দিয়ে দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহমিনা হক সাংবাদিকদের বলেন, সন্ধ্যার দিকে লোকজন ঘরের দরজা ভেঙে তিনজনের লাশ দেখতে পায়। মায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল আর পাশের বিছানায় দুই ছেলের মরদেহ ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে দেলদুয়ার থানার ওসি নাসির রাতে সাংবাদিকদের বলেন, শাহেদ পলাতক রয়েছে। তাঁকে খুঁজে পেলে এবং মরদেহ তিনটির ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।