বিস্ফোরণ ঘটনায় ‘সরকারের ব্যর্থতা’ই দায়ি: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৫, ২০২৩, ০৬:৪৪ পিএম

বিস্ফোরণ ঘটনায় ‘সরকারের ব্যর্থতা’ই দায়ি: মির্জা ফখরুল

ঢাকা ও চট্টগ্রামে বিস্ফোরণ ঘটনায় ‘সরকারের ব্যর্থতা’কে দায়ি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ব্যর্থ হওয়ার কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোও ব্যর্থ হচ্ছে, এসব মনিটরিং হচ্ছে না বলেও তিনি জানান।

রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিস্ফোরণ ঘটনায় সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘গতকাল (শনিবার) সীতাকুণ্ডে এবং আজ (রোববার) ঢাকায় বিস্ফোরণ হয়েছে। আমাদের প্রশ্ন এ বিস্ফোরণগুলো ঘটছে কেন? সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, যারা এ বিষয়গুলোর দায়িত্বে রয়েছে, সবকিছু সঠিকভাবে আছে কিনা, অর্থাৎ সেখানে যেন বিস্ফোরণ না ঘটে, কোনো দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনা ঘটলে যেন মানুষের জীবননাশ না হয়, সে ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা।”

তিনি বলেন, “সরকারি সংস্থাগুলো সে ব্যবস্থা নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং সরকারের ব্যর্থতার কারণে এ ধরনের বিস্ফোরণ ঘটছে।” এসময় তিনি চট্টগ্রাম ও ঢাকার বিস্ফোরণে নিহতদের প্রতি শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

মির্জা ফখরুল ইসলাম আরও জানান, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে চলমান বিএনপির আন্দোলনের সাথে গণতান্ত্রিক বাম ঐক্য যুগপৎ  আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে।  

ওই অনুষ্ঠানে মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির মধ্যে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষের সমন্বয়ক প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশীদ খান, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, নুরে আলম ও শাহজালাল মোল্লা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রবিবার সকালে মিনিটে ঢাকা কলেজের উল্টো দিকে বসুন্ধরা গলির ‘শিরিন ম্যানশন’ নামক ভবনে এসির বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। এর আগে গতকাল (শনিবার) চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন।

Link copied!