জুলাই ১৭, ২০২৩, ১২:০০ পিএম
বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা ওয়াটার সাব উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, “কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তৈলঘাটে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করা হয়েছে। পাঁচ থেকে ছয় জন নিখোঁজ রয়েছেন; এমন দাবি উঠেছে তাদের পরিবারের পক্ষ থেকে।” নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান চলবে বলেও তিনি জানান।
কমডোর আরিফ আহমেদ জানান, ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধারে ভোরে পোস্তগোলা ব্রিজের কাছে এসে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ রুস্তম। উদ্ধারকারী জাহাজটি পোস্তগোলা ব্রিজ পার হতে না পারায় ডুবে যাওয়া ওয়াটার বাসটিকে পোস্তগোলা ব্রিজের নিচে টেনে নিয়ে আসা হয়। সেখানেই উদ্ধার কাজ শুরু করে রুস্তম। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। এভাবে নদীতে নিমজ্জিত ওয়াটার বাসটির উদ্ধারকাজ সম্পন্ন হয়।” নদীর তীরে তুলে আনা ওয়াটার বাসটির ভেতর থেকে কোনো মৃতদেহ দেখতে পায়নি গণমাধ্যমকর্মীরা।
প্রসঙ্গত, বুড়িগঙ্গা নদীতে ৩০ জনের মতো যাত্রী নিয়ে একটি ওয়াটার বাস ডুবে যায়। রবিবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে সদরঘাটের তেলঘাট এলাকায় একটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ পর্যন্ত ৬জনকে জীবিত ও চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা গেছে। মৃতদের মধ্যে এক শিশু, একজন নারী ও দুইজন পুরুষ।