সনাতন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি রপ্তানি ৬দিন বন্ধ থাকবে। তবে এ সময় বেনাপোল কাস্টম হাউজের কার্যক্রম, বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
সোমবার (১১ অক্টোবর) সকালে পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ ও আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
বেনাপোল কাস্টমস সূত্র জানায়, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সব ধরনের আমদানি-রপ্তানি সোমবার (১১ অক্টোবর) থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। পরে ১৭ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি চালু হবে।
এদিকে, স্থলবন্দরের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ দ্য রিপোর্টকে বলেন, বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
এর আগে,বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি ৪দিন বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল্। গত ৭ অক্টোবর বেনাপোল শুল্কভবনের চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, দুর্গাপূজার ছুটি থাকায় ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা আমাদের জানিয়ে দিয়েছেন।
ওইদিন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতাও জানান, দুর্গাপূজার ছুটির কারণে চারদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে জানিয়ে পেট্রাপোলের ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন তাদের চিঠি দিয়েছেন।