ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৭:৫১ পিএম
সিরাজগঞ্জের বেলকুচিতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে চাঁন মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত চাঁন মিয়া উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাতলাটি গ্রামের বাসিন্দা।
চাঁন মিয়ার পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাতলাঠি গ্রামের চাঁন মিয়ার বাড়িতে একই গ্রামের জব্বার হোসেনের ছেলে তারেক হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী গিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ সময় চাঁন মিয়ার ছেলে শহিদুল ইসলাম এগিয়ে এলে তাঁকেও বেধড়ক আঘাত করেন। তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহয়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চাঁন মিয়ার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় চাঁন মিয়া মারা যান।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ওই বৃদ্ধের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থানায় মামলা হয়েছে। এক আসামীকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।