বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের দাপট

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৯:০৪ পিএম

বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের দাপট

মাঘের শীতের দাপট কমতে শুরু করেছে। তাপমাত্রা বাড়ার কারণে শীতের আমেজ এখন অনেকটাই কম। এখন সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫, যা গতকাল বুধবার ছিল দিনাজপুরে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪, আজ ১৭ দশমিক ২,  ময়মনসিংহে ছিল ১১ দশমিক ৫, আজ ১৪ দশমিক ৬,  চট্টগ্রামে ছিল  ১৬ দশমিক ৬, আজ ১৫ দশমিক ৫, সিলেটে ছিল ১৪ দশমিক ৭, আজ ১৫ দশমিক ৪, রাজশাহীতে ছিল ৯ দশমিক ৯, আজ ১৩ দশমিক ৫, রংপুরে ছিল ১১ দশমিক ৫, আজ ১২ দশমিক ৮, খুলনায় ছিল  ১৪ দশমিক ৫, আজ ১৮ দশমিক ৫ এবং বরিশালে ছিল ১২ দশমিক ৬, আজ ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Link copied!