দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বেশ ভালো অবস্থায় থেকেই শেষ করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেও সে পথেই এগুচ্ছিলেন। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান জসুয়া দা সিলভাকে নিয়ে সমানে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন এনক্রুমা বোনার।
তবে বোনারকে এবার সেঞ্চুরি থেকে বঞ্চিত করলেন স্পিনার মিরাজ। ৯০ রান করে সেঞ্চুরির অস্বস্তি নিয়ে বোনার যখন সাজঘরে ফিরেন তখন কিছুটা স্বস্তিতে টাইগাররা। একইসাথে এই ক্যারিবীয় খেলোযাড়কে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে দেড়শ উইকেটের মালিক হন মেহেদি হাসান মিরাজ। বোনারকে সেঞ্চুরি বঞ্চিত করে এ মাইলফলক স্পর্শ করেন মিরাজ।
তবে টেস্ট ক্রিকেটে উইকেট অর্জনে এটি ছিলো মিরাজের ৯৯তম শিকার। সিরিজে আর একটি উইকেট পেলেই টেস্টে শততম উইকেট পাবেন মিরাজ। এছাড়া ক্যারিয়ারের ৪৪ ওয়ানডের ৪৩ ইনিংসে নিয়েছেন ৪৭ উইকেট। ১৩ টি-টোয়েন্টি ম্যাচে অর্জন করেছেন মাত্র ৪ উইকেট।
এর আগে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করেছিলেন অনেকদিন ফর্ম হারিয়ে ফেলা মিরাজ। চট্টগ্রাম টেস্টেও দুই ইনিংসে নিয়েছেন ৮ উইকেট। করেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। যদিও দল জিততে পারেনি। এবার দেখা যাক, ঢাকা টেস্টে মিরাজ আর কী কী উপহার দিতে পারেন দলকে।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে পানি পানের বিরতি পর্যন্ত ৬ উইকেটে ২৭৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।