ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বৃহস্পতিবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ঢাকায় অনুষ্ঠিতব্য ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে এসেছেন তিনি।
ঢাকায় অবস্থানকালে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে জয়শঙ্করের।
নিজের আগমনের খবর দিয়ে এক টুইটে জয়শঙ্কর বলেন, “ঢাকায় পৌঁছেছি। উষ্ণ অভ্যর্থনার জন্য বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ধন্যবাদ।
“ভারত মহাসাগরীয় সম্মেলনে সারা বিশ্ব থেকে আগত সহকর্মী ও বন্ধুদের সাথে সাক্ষাৎ করার জন্য উন্মুখ।”
ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে এক টুইটে শাহরিয়ার আলম বলেন, “ড. এস জয়শঙ্করকে স্বাগত জানানো সবসময়ের জন্য আনন্দের। যিনি সর্বদা ভারত মহাসাগরীয় সম্মেলনকে সমর্থন দিয়েছেন; এ বছর ঢাকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আয়োজন করছে।
“তাঁর সাথে আলাপ-আলোচনা এবং বৃহত্তর আঞ্চলিক অগ্রগতির জন্য চিন্তাভাবনা বিনিময়ের প্রতীক্ষায় আছি।”
আগামী ১২ ও ১৩ মে ঢাকায় এ সম্মেলন হবে। সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টসহ ৩০ জনের মতো মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ডেপুটি মিনিস্টারের যোগ দেওয়ার কথা রয়েছে।
সবশেষ গত বছরের এপ্রিলের শেষের দিকে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ২০১৯ সালে প্রথম ঢাকা সফর করেন। এরপর ২০২১ সালের মার্চে বাংলাদেশে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।