চার অক্ষরের একটি শব্দ ‘ভালোবাসা’। মধুর এই শব্দটিতে জড়িয়ে আছে আবেগ, মায়া ও মমতা। প্রিয় মানুষটিকে কাছে পাওয়া আর স্পর্শের আঁকুতি। কিন্তু যারা সমাজের সুবিধাবঞ্চিত, একবেলা খাবারের কোন নিশ্চয়তা নেই তাদের কাছে ভালোবাসা দিবসের বিশেষত্ব কী! আর সেই পথশিশুদের মাঝেও ভালবাসা ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করেছে সিদ্বিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সংবাদকর্মীরা।
সিদ্বিরগঞ্জের শিমরাইলের একটি রেস্টুরেন্টে পথশিশুদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করে সাংবাদিকদের এই সংগঠন। শুধুমাত্র খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না তাদের এই আয়োজন। মধ্যাহ্নভোজ শেষে সমাজের এই সুবিধাবঞ্চিত শিশুদের উপহার হিসেবে পোশাক দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই স্ট্রিটস চাইল্ড'র সৌজন্যে উপস্থিত পথশিশুদের ফুল দিয়ে বরণ করে নেন থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা।
ভালোবাসা দিবস বলতে পথশিশুদের কাছে আলাদা কোন বিশেষত্ব নেই। তবে হঠাৎ এমন আয়োজনে তাদের চোখে মুখে উচ্ছ্বাস ছিলো দেখার মতো। এসময় তারা নাচ-গান করে ভালোবাসা দিবস উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্। প্রধাণ অতিথিকে পথশিশুরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এরপর তিনি সাংবাদিকদের সাথে নিজ হাতে খাবার বেড়ে দেন পথশিশুদের।