চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট সাগর উপকূল থেকে ১৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ৮ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু।
বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড থানার উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাটা এলাকা থেকে থেকে তাদের আটক করা হয়েছে। জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে তিনি বলেন, বুধবার বেলা সোয়া ১১টায় সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাটের উত্তর সলিমপুর থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, শিশু, নারী ও পুরুষসহ প্রায় ১৫ থেকে ২০ জন রোহিঙ্গা নাগরিক ভাসানচর থেকে পালিয়ে এসে সেখানে আশ্রয় নিয়েছে।
৯৯৯ নম্বর থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি সীতাকুণ্ড থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানালে খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের আটক করে।
পরে সীতাকুণ্ড থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম ও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘এসব রোহিঙ্গা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে- তারা টেকনাফে যাওয়ার জন্য ভাসানচর থেকে পালিয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’