ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৩:১৩ পিএম
গুমের তালিকায় থাকা কোনো কোনো ব্যক্তির ভূমধ্যসাগরে সলিলসমাধি হয়েছে-পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “মন্ত্রীর এই বক্তব্যে প্রমাণিত হয় গুম হওয়া বা তার ভাষায় ভূমধ্যসাগরে সলিল সমাধি হওয়া ব্যক্তিদের তালিকা তার কাছে আছে। অবিলম্বে সেই তালিকা প্রকাশ করা হোক।” গুম হওয়াদের নিয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপহাস খুবই নিষ্ঠুর, অশালীন ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ বলেও তিনি মন্তব্য করেন।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
গুম হওয়া ব্যক্তিদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র যুগ্মমহাসচিব বলেন, “বিরোধী শক্তিকে দমন করতে অবৈধ ক্ষমতাসীন সরকারের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়ণের কথা আজকে বিশ্ব দরবারে প্রমাণিত। তাই ক্ষমতা হারানোর ভয়ে সরকারের মন্ত্রীরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এসব অবিবেচনা প্রসূত, ঘৃণ্য বক্তব্য দিচ্ছেন।
রুহুল কবির রিজভী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন, 'গুমের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয়' তাহলে তাকেই জবাব দিতে হবে গুমের সঙ্গে তাহলে কারা জড়িত? কে বা কারা একের পর এক মানুষ গুম খুন করছে? গুমের তালিকায় থাকা কোন কোন ব্যক্তির ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে?”
ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ শত মানুষকে ক্ষমতাসীন অবৈধ সরকার গুম করেছে উল্লেখ করে রিজভী বলেন, “তাদের মধ্যে কার কার ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে এর জবাব বিনাভোটের পররাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। এই বক্তব্যের মাধ্যমে বিষয়টি স্পষ্ট যে, গুম হওয়া বা তার ভাষায় ভূমধ্যসাগরে সলিল সমাধি হওয়া ব্যক্তিদের তালিকা তার কাছে আছে। অবিলম্বে সেই তালিকা প্রকাশ করা হোক।”
রিজভী বলেন, “গুম-খুন-অপহরণ করে আন্তর্জাতিক বিশ্বের কাছে ধরা পড়ে কয়েকদিন আগে এই নিশিরাতের সরকার ঘোষণা দিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নাকি 'মানবাধিকার সেল' গঠন করা হবে। গুমের তালিকায় থাকা কোন কোন ব্যক্তির ভূমধ্যসাগরে সলিলসমাধি হয়েছে এমন কথা বলে আবুল মোমেন সাহেব ইতোমধ্যেই বুঝিয়ে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের 'মানবাধিকার সেল' এর রিপোর্ট কি হবে।”
ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা আরও বলেন, “ গত সোমবার ওয়াসার পানির দাম বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে, তা সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। অবৈধ সরকার রাষ্ট্রীয় সম্পদ হরিলুট করার পর এখন মানুষের নিত্যপ্রয়োজনীয় যে পানি, সেটির দাম বৃদ্ধি করছে।”