রাজধানী ঢাকাসহ সারাদেশে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার বলে জানা গেছে।
ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে, সিলেট, চট্টগ্রাম এবং রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্নস্থানে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা মিয়ানমারের সিতওয়েতে ওই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল বলে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে পাকিস্তানে সংঘটিত ৫.৯ মাত্রার একটি ভূমিকম্পে ২০ জন লোক নিহত হয়।