রাজধানীর মগবাজার ওয়ারলেসে আড়ং ভবনের বিপরীতে অবস্থিত শরমা হাউসে বিস্ফোরণের ঘটনায় এক শিশুসহ ৭ জন নিহত হয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস বিভাগ। এ ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
ঢামেকের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, এখন পর্যন্ত ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে ২-৩ জনের অবস্থা একটু গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠাবো। তবে কোন ব্যবস্থাপনার অধীনে দেয়ার আগ পর্যন্ত তারা এখানেই চিকিৎসা নেবেন।
তিনি আরও জানান, আহত অধিকাংশরাই 'বার্ন' হয়েছে। এ ছাড়াও প্রচণ্ড আঘাতে ভেঙ্গে গেছে, আঘাতে ছিড়ে গেছে বা অল্প কেটে গেছে এমন অনেকে ভর্তি হয়েছে।
ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সোহেল তালুকদার জানান, বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ট্রান্সফরমার না কি বিস্ফোরণ হয়েছে বলতে পারি না। অনেকগুলো গাড়ির সামনের কাঁচও ভেঙ্গে গেছে। অনেকে আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নেয়া হচ্ছে।
প্রথমিকভাবে ঘটনাস্থলে দেখা যায়, বিস্ফোরণ হওয়া ভবনটি নিচ তলার মূল পিলারসহ অধিকাংশ স্থান তছনছ হয়ে রয়েছে। বিস্ফোরণের তীব্রতার রাস্তার অপর প্রান্তে থাকা আড়ং ভবনের সামনের কাঁচ ভেঙ্গে গেছে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ৯টি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।