মগবাজারে বিস্ফোরণ: হাসপাতালে স্বজনদের কান্না আর ছোটাছুটি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৭, ২০২১, ১১:২১ পিএম

মগবাজারে বিস্ফোরণ: হাসপাতালে স্বজনদের কান্না আর ছোটাছুটি

রাজধানীর মগবাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আহতদের আত্মীয় স্বজনদের কান্নায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট এলাকার বাতাস ভারী হয়ে উঠছে। কিছুক্ষণ পর পর মগবাজার থেকে অ্যাম্বুলেন্সে আহতদের নিয়ে আসা হচ্ছে।

রবিবার (২৭ জুন) রাতে এমন হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ে হাসপাতালের সামনে।

এখন পর্যন্ত সাতজন নিহত এবং আহত ও দগ্ধের সংখ্যা অর্ধশতাধিক বলে জানা গেছে।  আহত ও দগ্ধদের মধ্যে ২৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ১০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

হাসপাতাল ঘুরে দেখা যায়, আহতদের নিয়ে অ্যাম্বুলেন্স এসে থামতেই স্বজনদের ছোটাছুটি শুরু হচ্ছে। তাদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে আছে হাসপাতালের পরিবেশ।  

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, তিনজন খুবই আশঙ্কাজনক, তাদের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। এত খারাপ অবস্থাতেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে।

এছাড়া বাকি আহতদের অনেকেরই হাত-পা বা শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে। এদের মধ্যে আগুনে পোড়া ছাড়া যারা আছেন, তাদের আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেব।

 

Link copied!